দুর্বৃত্তের ক্ষমতায়ন ? না জনগণের অধিকার হরণ ?

গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ জনগণ প্রজাতন্ত্রের মালিক , সরকার জনগণের সেবক মাত্র | জনগণ তাদের সেবক নির্বাচন করে থাকেন ভোট প্রদানের মাধ্যমে | এ জন্যই হয়তো আব্রাহাম লিঙ্কন বলেছিলেন ,

“Government of the people , by the people, for the people”

গণতন্ত্র চর্চাকারী উন্নত বিশ্বের যে কোন রাষ্ট্রের স্থানীয় নির্বাচন থেকে শুরু করে জাতীয় নির্বাচন পর্যন্ত আব্রাহামীয় দর্শনের ছাপ পরিলক্ষিত হয় |
গণতন্ত্র ভিত্তিক এশীয় দেশ সমূহেও এ চর্চা দর্শনীয় |যদিও দুৰ্ভাগ্যজনকবশত: বহু আগেই এ নিয়মের ব্যাত্যয় ঘটেছে লাল সবুজের বাংলাদেশে |

অনিয়ম ও কারচুপির মহাউৎসব এর মধ্য দিয়ে সদ্য সমাপ্তি হল খুলনা সিটি করপোরেশন নির্বাচন | বেহায়াপনা আর ভোট ডাকাতির এক সর্বশেষ সংস্করণ যুক্ত হলো বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায়| এ যেন রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় রাষ্ট্রের মহা গুরুত্বপূর্ণ একটি স্তম্ভের শেষ কৃত্যের বিসর্জনীয় প্রদর্শন হলো |

ক্ষমতাসীনরা পুরোনো শিক্ষা নতুন করে জনগণকে স্মরণ করিয়ে দিল যে দলীয় কেডার সাহেবগণই সর্বময় ক্ষমতার অধিকারী | জনগণই প্রজাতন্ত্রের সকল ক্ষমতার উৎস এ যেন বিভ্রম ফাঁকা বুলি কেবল |

গণমাধ্যম কর্মী , সাংবাদিক , সুশীল সমাজ ও সমাজকর্মীরাও আজ ভীড় জমিয়েছে দলকানা সুবিধাভুগীদের দলে| দেশটাকে গ্রাস করে রেখেছে ব্যক্তি পূজারী তৈলবাজ উদর পুর্তিকারীরা|

কালের আবর্তনে মুখুশ পরিবর্তনকারীরা আজ রাষ্ট্রের পরিচালিকের ভূমিকায় | কুচক্রী আর বিকৃতরা আজ বিলিয়ে যাচ্ছে জ্ঞানের বাণী | নিগৃহীত ও নিষ্প্রেষিত হচ্ছে আলোকবর্তিকার মশালধারীরা | নীরবে নিবৃত্তে বিলীন হয়ে যাচ্ছে উঠতি আশার সঞ্চারকরা |

মেধার চর্চা আজ শূন্যের কোঠায়! ছলনাময়ী কাগুজে সনদ সময়ের প্রাপ্তি |
সন্তানের জনক হিসেবে নিজের জীবনের অর্জনের চেয়েও অধিক শঙ্কিত অনুজদের আগাম ভবিষৎ নিয়ে | আমার মতো নির্ঘুম রাত্রি যাপনকারীদের সংখ্যা নেহায়েত নঘন্য মনে হওয়ার কোন কারণ খুঁজে পাচ্ছি না |

বেঈমান মুনাফিকরা সহাস্য ছলনার মোহনীয় কায়দায় ফায়দা লুটছে জাতির সূর্য্য সন্তান মহান মুক্তি যুদ্ধাদের তাজা রক্তের বিনিময়ে অর্জিত পবিত্র মাতৃভূমি বাংলার রন্দ্রে রন্দ্রে |এ বুঝি ত্যাগের রক্তের সাথে সুবিধাভূগীদের বিদ্রোহী ছলনা!

ঘামের উপার্জনে পরিচালিত নির্বাচন কমিশনের তামাশার মহড়ার কি প্রয়োজন ? বর্ধিত করের বোঝা নিরীহ আম জনতার উপর না চাপালে নয় কি ?
নির্বাচন প্রক্রিয়ায় বাছাই না করে বাছাই করে ব্যক্তি নিয়োগ করে আমাদেরকে মুক্ত করুন কর্তা|

আশাহত ব্যাথিত ভোটারদের অধিকার হরণ বন্ধ করুন | ইতিহাস থেকে শিক্ষা নিয়ে চামচিকাদের শায়েস্তা করুন | ফিরিয়ে দিন আমার ভোটের অধিকার | গোলাম হয়ে মনিবদের উপর শোষণের পরিণতি অতীতে দেখেছি , ভবিষতেও দেখবো ইনশাল্লাহ |