“নিরাপদ সড়ক চাই “

 

“নিরাপদ সড়ক চাই “ আন্দোলনকে জামায়েত- শিবিরের সংশ্লিষ্টতা দেখিয়ে যারা ক্রেডিট নিতে চাইছেন তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই এটা জাতির সাথে আপনাদের নিছক ভন্ডামী মাত্র | বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদেরকি আপনাদের মানুষ মনে হয় না ? যেখানে চেতনার ব্যবসা করেই আপনাদের জীবনের সকল মাহাত্ম নিহিত | এই ভিডিওতে কিশোর দুটি কি বলে শুনে দেখবেন প্লিজ | তারা গানের সুরে মনের চাওয়াগুলোকে তুলে ধরেছেন | একজন মাসুদুর রহমান | যার সাথে আমার বয়সের পার্থক্য প্রায় দুই দশক | বলতে গেলে তার বেড়ে উঠা চোখের সামনেই হয়েছে | তার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা , একজন শিক্ষক জনাব শফিকুর রহমান ( নিরাপত্তার স্বার্থে পুরো ঠিকানা দেয়া হচ্ছেনা ) | ভিডিওটা দেখে চোখের কোণে জল গড়িয়ে পড়ল মনের অজান্তেই আমি যা পারিনি মাসুদরা তা নির্দ্বিধায় বলে দিতে কোন সংকোচবোধ করে না |মাসুদরাই বাংলাদেশ | মাসুদরাই আগামীর সম্ভাবনা |দলকানা স্বার্থান্নেষীদের সঠিক জবাব তোমরাই দেবে মাসুদ …….