” গণ জাগরণ মঞ্চ “ এর শাহবাগ আন্দোলনের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে | যে আন্দোলনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল নির্দিষ্ট কিছু মানুষের ফাঁসি নিশ্চিত করা | ন্যায় বিচার চেয়ে কিন্তু তারা আন্দোলন করেননি | অথচ সরকার নিশ্ছিদ্র নিরাপত্তার মাধ্যমে তাদের পৃষ্ঠপোষকতা করেছেন | স্বয়ং খোদ প্রধান মন্ত্রী সংসদে দাঁড়িয়ে শাহবাগ মুভমেন্ট এর উপর বিচারকদের নজর রাখতে বলেছিলেন | পরবর্তী বাকিটা শুধুই ইতিহাস !
“নিরাপদ সড়ক চাই “ আন্দোলন | আমার মতে নিরাপদ জীবন যান জীবনের আকুতি মাত্র | যেখানে কোমল মতি শিশুরা একটা সিস্টেম ডেভেলপ করে পরিবহন জগতের অরাজগতা ও অব্যবস্থাপনা থেকে মুক্তির জন্য রাস্তায় নেমে পড়েন | আওয়ামী সরকার চাইলে পরম মমতায় তাদের পাশে দাঁড়িয়ে সমস্যা সমাধান করার সম্ভাব্য সকল প্রদক্ষেপ নিয়ে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারতেন | ভালোভাবেই নতুন প্রজন্মকে বঙ্গ বন্ধুর আদর্শের দিকে ভিড়িয়ে ভবিষ্যতের সোনালী বীজ বপন করতে পারতেন | যে আন্দোলন ছিল সর্বোপরি সবার জীবনের সাথে সংশ্লিষ্ট , আপামর জনতার ছিল অকুন্ঠ সমর্থন | সেখানে সরকার লেলিয়ে দিয়েছে তাদের বাহিনীকে , রক্তাক্ত করেছে জনজীবন ও জন পদকে | কলংকের কালি লেপন করেছেন তাদের অনেক অর্জনকে ! কেন ? মনে হচ্ছে সুবিধাভুগিদের বেড়াজাল ছেদ করার ক্ষমতা সরকারের নেই ! এই আন্দোলনের ফলাফলে শিশুদের হারানোর কিছুই নেই বরং হারানোর কিছু আছে বলেও অবস্থা দৃষ্টে মনে হচ্ছে না | শিশুরা শৃঙ্খলাবদ্ধ আন্দোলনের যে আশার মশাল দেখিয়েছেন তাতে লজ্জিত না হওয়ার মত কৃপণ হতে পারিনা | সন্তান হিসেবে ক্ষুদিরাম এর জায়গায় তাদের দেখতে পেরে ভবিষ্যৎ পাঞ্জেরীর গন্ধই পাচ্ছি | শোকাহত হয়েও যেন সুখের সঞ্চারী ভাবছি নিজেকে | শিশুদের উপদেশ না দিতে পারলেও জ্ঞানীদের জন্য শিখার আছে প্রতুল উপাদান | শিশুদের কাছ থেকে আমরা পেয়েছি এক মহান শিক্ষা | নির্ণয় করতে পেরেছি বর্ণ চোরা সুশীলদের | হেরেছে যারা চেতনার বটিকা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে নব্য চেতনার ফেরিওয়ালা তৈরি করতে গিয়ে শিক্ষা ব্যবস্থাকে সনদের ধ্বংস স্তুপে পরিণত করেছে | তোমাদের হৃদয় স্থান না করতে পেরে হেরেছে ক্ষমতাসীনরা | জয় হয়েছে তোমাদেরই | তোমাদের লাল সবুজের পতাকা বহনের যে যোগ্যতা তা অবাক বিস্ময়ে দেখেছে বিশ্ব | তোমারই আমাদের মানচিত্র | তোমরাই আগামীর অপার সম্ভাবনা | তোমরাই বাংলাদেশ |