লাইসেন্স আছে ?

 

লাইসেন্স আছে ?

“নিরাপদ সড়ক চাই “ আন্দোলনের পজিটিভি খুঁজতে চাইলে এই একটি সংলাপই যথেষ্ট | দীর্ঘ নয় দিনের গত হয়ে যাওয়া “নিরাপদ সড়ক চাই “ মুভমেন্টের শৃঙ্খলা , স্বতঃস্ফূর্ততার বহু উল্লেখযোগ্য দিক থাকলেও আমাকে বিমোহিত করেছে “লাইসেন্স আছে “ এই সংলাপটি | যতই ভাবতেছিলাম ততই ভাবনার তলদেশে নিমজ্জিত হচ্ছিলাম | কিশোর- কিশোরীরা যেন সমস্যার মূলোৎপাটনে অন্তে হাত দিয়েছে | মন্ত্রী , এমপি , আমলা , আইনশৃঙ্খলা বাহিনী , মিডিয়াকর্মী সহ অনেকের চেহারাই তাদের “লাইসেন্স আছে” নামক আয়নায় আমরা দেখতে পেয়েছি |

আমি আগেও লিখেছি , শিক্ষার্থীদের হারানোর কিছুই ছিল না | তারা রাষ্ট্র ও শাসকগুষ্ঠীকে দুচোখে  আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছেন স্বদিচ্ছা ও সংকল্প থাকলে দেশটাকে পরিবর্তন করা সময়ের ব্যাপার মাত্র | গোলামীর জিঞ্জিরে আবদ্ধ না থেকে ব্যক্তি পূজারী মানসিকতা থেকে উত্তরণেই আমাদের সর্বোচ্চ কল্যাণ নিহিত | যারা অরাজকতা দূরীকরণের লক্ষ্যে রাজপথে নেমে এসে নিরাপদ জীবনের জন্য আকুতি জানিয়ে আক্রান্ত হয়েছেন তারা আমাদেরই সন্তান | যে কাজের শক্তি ও সাহস আমাদের দেখানোর কথা ছিল, সে  দায়িত্বের ভার আমার সন্তানেরা নিজ হাতে নিয়ে বুঝিয়েছেন তাদের চাওয়া পাওয়ার সমাধান কত সহজে কর্তা বর্গরা তাদের স্বদিচ্ছার প্রয়োগে করে দিতে পারেন |

পুলিশ হেলমেট বাহিনীর কাউকে ধরল না, মামলা হলো না তাদের বিরুদ্ধে। পুলিশ ধরল শিক্ষার্থীদের। হাতকড়া পরিয়ে কোমরে দড়ি বেঁধে থানায় নিলো। ধরল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী- মানবতার পক্ষে সোচ্চার প্রতিবাদী শহিদুল আলমকে। পুলিশ ধরে রিমান্ডে নিলো, রক্ত ঝরাল। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষার্থীকেও রিমান্ডে নিলো।আজ আদালত থেকে আবার বন্দী কারাগারে  ফিরিয়ে নেয়া হয়েছে আটক ২২ শিক্ষার্থীদের | তাদের অপরাধ “নিরাপদ সড়ক চাই “ আন্দোলনের সম্পৃক্ততা | এটা কোন রাজনৈতিক আন্দোলন ছিলোনা | নিজ দেশে নিজের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটানো কি অপরাধ ? নিশ্চয়ই না , তাহলে শিক্ষার্থীরা কেন আজ ঘর থেকে  জেলে , জেল থেকে রিমান্ড , রিমান্ড থেকে আদালত এই ট্রায়াঙ্গেল চক্রে আবদ্ধ? তাই যদি হবে তা তো হবার কথা শেয়ার কেলেঙ্কারির হোতাদের , ব্যাংক ডাকাতদের, কয়লা চোরদের, মা বোনদের ইজ্জত লুটেরাদের | কি আশ্চর্য্য ! তাদের সবাই না হলেও অনেকেই তো বহাল তবিয়তেই আছে ! 

‘গুজব’ নিয়ে হইচই করলাম, হেলমেট বাহিনী বিষয়ে নীরব থাকলাম। মুখের মতো ‘গুজব’ও তারা হেলমেটের আড়ালে রাখতে সক্ষম হলো জনগণের টাকায় পরিচালিত পেটুয়া বাহিনীর শেল্টারে |

বিবেকবোধ হারিয়ে ফেলেছি আমরা ? অনুজদের জন্য কি রেখে যাচ্ছি ? নিজেই ভাবছি হয়তো আমিও জিজ্ঞাসিত হবো মহাশয় , উপদেশ দেবার লাইসেন্স আছে কি ? ধীরাজ, মহারাজ আপনাদের পালাক্রমে যাচাই করে নেই আমাদের পরিচালনায় দক্ষতার লাইসেন্স আছে কি?