আবরার হত্যাঃ বর্ণ চোরাদের মুখোশ উন্মোচন

   

বুয়েট এর ছাত্র আবরার ফাহাদ হত্যা কান্ড বাংলাদেশ তথা সারা বিশ্বের সমসাময়িক অন্যতম আলোচনার একটি প্রতিটি মহলেই এই নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে ঘৃণার তীব্র ঝড় উঠেছে আবরারের দাদার অসহায় হাহাকারই যেন প্রতিটি সুস্থ্য মানসিকতার মানব মানবীর বাস্তব চিত্র অজ্ঞ কিংবা বিজ্ঞ , সচেতন কিংবা অবচেতন , সক্ষম কিংবা অক্ষম প্রত্যেকেই চোখের জলমিশ্রিত ঘৃণা ভরা প্রতিবাদ জানিয়েছেন স্ব স্ব অবস্থান থেকে

আবরারের হত্যাকাণ্ডের মাঝে নিহিত কিছু প্রশ্নই উন্মোচিত করেছেন আমাদের নগ্ন ভন্ডামীরপ্রকৃতরূপ

আসুন বাস্তবতার নিরিখে প্রশ্নগুলোর উত্তর খোঁজার নিবিড় চেষ্টা করি অনেক হিসেবে মিলেওযেতে পারে

. আবরারকে যারা হত্যা করেছেন তারা সবাই প্রাতিষ্ঠানিকভাবে মেধাবী তাতে কোন সন্দেহেআছে কি ?

. হত্যাকরীদের কেউ কি পেশাদার খুনী ছিলেন?

. পুলিশী রিমান্ডে অভিযুক্তরা বলেছেন সিস্টেম বা তাদের সিনিয়রগণ দায়ী

. তিনাদের সিনিয়র বা পৃষ্ঠপোষক কারা?

. সহপাঠীকে হত্যা করবার মতো এমন হিংস্র মানবখেকো  হতে কারা সহযোগিতা সুযোগদিয়েছিল?

.মানুষকে পিটিয়ে মারার মত জাহেলিয়াতি সংস্কৃতি শুরু করে ছিল কে বা কারা?

.রাজপথ দখলে লগি বৈঠার প্রচলন উন্মাদ ব্যবহারে প্রকাশ্যে দিবালোকে মানুষের প্রাণকেড়ে নেওয়ার নগ্ন পন্থার উদ্ভাবক কে ?

.ভিন্নমত দমনের হাতিয়ার হিসেবে এই খুনিদের নিজ স্বার্থে ব্যবহার করেছে কারা ?

শিবিরের ট্যাগ লাগিয়ে আবরারকে হত্যার বৈধতা দিয়েছিল কারা ?

.নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের নেতা কর্মীদের দমন পীড়নের সকল পন্থাকে বাহবা দিয়েপ্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে কারা ?

১০.কোন সাংবাদিক, তথাকথিত সুশীল সমাজ, লেখকও পত্রিকাগুলো দিনের পর দিন, একটিনির্দিষ্ট গোষ্ঠীকে সাপোর্ট দিতে গিয়ে নির্লিপ্ত মিথ্যাচারে দমন করেছে ভিন্ন মতালম্বীদেরকে ?

১১.কোন বাহিনীকে ভিন্নমত দমনের নামে মানুষকে নির্বিচারে গুলি করে হত্যার নির্দেশ দাতাকারা ?

১২.কোন ব্যক্তিবর্গ, প্রশাসন, প্রতিষ্ঠান রাজনৈতিক দল গুলো নিয়মিত আইনশৃঙ্খলাবাহিনীর সাথে প্যারালাল সন্ত্রাসী বাহিনী তৈরি করে ভিন্নমত দমনের ঠিকাদারি দিয়েছিল?

১৩.কারা টোটাল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করে বারবার অংশ বিশেষের বিরুদ্ধে প্রতিবাদকরে? কারা হত্যাকারী হত্যার পৃষ্ঠপোষক সহযোগিতাকারীদের কাছেই হত্যার বিচার চায়?

১৪.কারা মৃত্যু না হওয়া পর্যন্ত কোন অন্যায়কে অন্যায় মনে করে না বরং প্রশ্রয় দেয় ?

১৫.কারা শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও নিজেদের আড়াল করে অন্যায়কে মৌন সমর্থন করেগেছেন ?

১৬.কারা নিজেদের চাকুরী বাঁচানোর জন্য নীরবে সমর্থন উপভোগ করেছেন অগণিতএসকল ঘৃণিত পরিত্যাজ্য অপকর্ম ?

১৭.চেতনার দোহাই দিয়ে চৈতন্যমূলক কর্মে কারা জাতিকে দ্বিধাবিভক্ত করেছেন ? আবরারহত্যার পর চেতনাওয়ালাদের কোন আওয়াজ  কেউ শুনেছেন কি ?

১৮.মাদ্রাসা শিক্ষায় জঙ্গির সৃষ্টি এই স্লোগানের সুবিধাভুগী কারা ?

এরকম হাজারো প্রশ্ন হৃদয়ে ঘূর্ণয়মান বিবেকের তাড়নায় লিখলাম কোন কিছুর তোয়াক্কা নাকরেই ।কিছুদিন পর আবরারকে ভুলে গিয়ে অন্য নতুন কোন ইস্যু আমাদেরকে ব্যস্ত করে তুলবেএটাই প্রকৃতির সহজাত স্বভাব

ধীমহারাজ ! ভেবে দেখবেন আক্রান্ত পরিবারগুলোর বহমান নিদারুন যন্ত্রণার শেষ কোথায়গিয়ে ঠেকতে পারে ? নষ্ট রাজনৈতিক খেলার মঞ্চ আর কতকাল চলবে ?